হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃষিজমিগুলো ভরে উঠেছে শীতের আগাম সবজিতে। পোকার আক্রমণ ও রোগবালাইয়ে যাতে ফসল নষ্ট না হয় সে জন্য জমিতে কীটনাশক ব্যবহার করছেন কৃষকরা। অধিকাংশ স্থানে দেখা গেছে, কৃষি বিশেষজ্ঞ বা কৃষি অফিসের সংশ্লিষ্টদের পরামর্শ ছাড়াই অনুমানের ওপর এসব কীটনাশক ব্যবহার করা হচ্ছে। টমেটো, বেগুন, শিম, ফুলকপি থেকে শুরু করে ধানক্ষেত–সব জায়গায় একই অবস্থা। সংশ্লিষ্টরা বলছেন, ফসলের জমিতে বালাইনাশক হিসেবে ছিটানো হচ্ছে নানা ধরনের রাসায়নিক কীটনাশক। সকালে এক দফা, বিকেলে আরেক দফা। ফসলকে পোকামাকড় থেকে বাঁচাতে কৃষকরা এখন বিষের ওপর পুরোপুরি নির্ভরশীল।