ঢাকা   শনিবার
১০ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২, ২১ রজব ১৪৪৭

২৯৫ টি ওষুধ ‘অত্যাবশ্যকীয়’ তালিকায়, দাম নির্ধারণ করে দেবে সরকার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৪, ৮ জানুয়ারি ২০২৬

২৯৫ টি ওষুধ ‘অত্যাবশ্যকীয়’ তালিকায়, দাম নির্ধারণ করে দেবে সরকার

নতুন করে ১৩৫টি ওষুধকে ‘অত্যাবশ্যকীয়' তালিকায় যুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে এখন এই তালিকায় ওষুধের সংখ্যা হলো ২৯৫ টি। এই ‘অত্যাবশ্যকীয়’ ওষুধ বিক্রির জন্য নির্দিষ্ট দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরে বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান।

মানুষের চিকিৎসা ও ওষুধ প্রাপ্যতার জন্য বিক্রেতাদের সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি করতে হবে বলে জানিয়েছেন তিনি।

তবে এর জন্য সময় দেওয়া হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

সর্বশেষ