ঢাকা   শনিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৫
২৬ মাঘ ১৪৩১, ০৯ শা'বান ১৪৪৬

প্রা‌ণিসম্পদ বিভাগের সব খবর

কানের দুল বিক্রির টাকায় সফল খামারি নাজমা আক্তার

কানের দুল বিক্রির টাকায় সফল খামারি নাজমা আক্তার

নিজের কানের স্বর্ণের দুল বিক্রি করে একটি প্রায় ২০ বছর আগে একটি দুধেল গাভী কিনেছিলেন গৃহবধূ নাজমা আক্তার (৩৯)। সেই একটি গাভীর দুধ বিক্রির আয় থেকে বাড়তে বাড়তে এখন তার খামারে গাভী ও বাছুরের সংখ্যা ৬০টি। সাদা দুধের নহরে গ্রামের নববধূ থেকে ধীর ধীরে হয়ে উঠেছেন প্রতিষ্ঠিত খামারি এবং একজন সফল নারী উদ্যোক্তা। কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন চারজন শ্রমিকের। তাদের বেতন-ভাতা ও অন্যান্য খরচ বাদে গরুর দুধ বিক্রি করে মাসে গড়ে তার আয় প্রায় লাখ টাকা। চলার পথে রয়েছে নানা প্রতিকূলতা ও প্রতিহিংসা। সেসব প্রতিকূলতাকে জয় করে আরো সামনের দিকে এগিয়ে যেতে চান তিনি।

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১২:২১