ডিম-মুরগির মাংসের বাজারে দর পতন, সংকটে পোলট্রি শিল্প
এক বছরের বেশি সময় ধরে ডিম ও মুরগির মাংসের বাজারে টানা দর পতনে সংকটে পড়েছে দেশের পোলট্রি শিল্প। প্রান্তিক খামারি থেকে শুরু করে ফিড মিল, ব্রিডার ফার্ম, ওষুধ ও বিপণন খাত– সবখানেই নেমে এসেছে স্থবিরতা। লোকসান সামাল দিতে না পেরে একের পর এক খামার বন্ধ হয়ে যাচ্ছে, কমছে উৎপাদন। এই অবস্থা চলতে থাকলে পোলট্রি শিল্প টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮