বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে গবাদিপশু পণ্য আমদানি নিষিদ্ধ করল চীন
বাংলাদেশ-সহ এশিয়া, আফ্রিকা এবং ইউরোপীয় বিভিন্ন দেশ থেকে ভেড়া, ছাগল, হাঁস-মুরগি, অন্যান্য পশু এবং পশুপণ্য আমদানি নিষিদ্ধ করেছে চীন। গবাদি পশুর পক্স ও পা-মুখের রোগের প্রাদুর্ভাবের কারণে দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এই নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।