বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগেও নতুন নিয়ম
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ক্ষমতাও আর থাকছে না পরিচালনা পর্ষদ বা ‘গভর্নিং বডি’ এবং ‘ম্যানেজিং কমিটি’র হাতে। এর আগে একই প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগের ক্ষমতাও কমিটির কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসব পদে নিয়োগ হবে সরকারের তত্ত্বাবধানে। কোন প্রক্রিয়ায় এবং কোন কর্তৃপক্ষের মাধ্যমে এ নিয়োগ পরিচালিত হবে, তা নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে।
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৮