ঢাকা   মঙ্গলবার
১৪ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২, ২১ রবিউস সানি ১৪৪৭

স্বর্ণের পর রুপার দামেও রেকর্ড, ভরি কত?

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৮, ১৩ অক্টোবর ২০২৫

স্বর্ণের পর রুপার দামেও রেকর্ড, ভরি কত?

স্বর্ণের দামের পাশাপাশি বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৬ হাজার ২০৫ টাকায়, ২১ ক্যারেট ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩ হাজার ৮০২ টাকায়।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে রুপার মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

এর আগে গত ৮ অক্টোবর সবশেষ বাড়ানো হয় রূপার দাম। তখন ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয় ৪ হাজার ৯৮১ টাকা। ২১ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ৪ হাজার ৭৪৭ টাকা ও ১৮ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ৪ হাজার ৭১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয় ৩ হাজার ৫৬ টাকা।

এদিকে, বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, রুপার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।