ঢাকা   শনিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৫
২৫ মাঘ ১৪৩১, ০৯ শা'বান ১৪৪৬

জাতীয় বিভাগের সব খবর

৬ ঘণ্টা পর শাহবাগ থেকে সরলেন শহিদ পরিবারের সদস্যরা

৬ ঘণ্টা পর শাহবাগ থেকে সরলেন শহিদ পরিবারের সদস্যরা

এর আগে ৫ দফা দাবিতে সকাল ১১ টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তারা। এরপর অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে তাদের দাবি পূরণের আশ্বাস দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, খুনি হাসিনা ও তার দোসরদের বিচার না করা হলে তা হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধমতা, প্রয়োজনে আবার জীবন দিয়ে হলেও তার বিচার নিশ্চিত করা হবে। পাশাপাশি শহিদ পরিবারের সাথে ছাত্র প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে তাদের সকল যৌক্তিক দাবি উপদেষ্টাদের কাছে পৌছে দেয়ার ও রবিবারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আশ্বাসও দেন তিনি। উপদেষ্টাদের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে কিন্তু প্রতিফলন দেখিনি উল্লেখ করে সারজিস বলেন, জুলাই আন্দোলনে অংশ নেয়া সবার যৌক্তিক দাবি বুঝিয়ে দিতে।

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৭