
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রি-ভোকেশনাল শিক্ষাক্রমে ২০২৫ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৭ অক্টোবর শুরু হচ্ছে। রেজিস্ট্রেশন চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।
বোর্ডের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে অনলাইনে ডাটা এন্ট্রি ও পেমেন্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর ২০ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড এবং চূড়ান্ত তালিকা (হার্ড কপি) প্রিন্ট করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক, ইবতেদায়ি বা সমমানের পরীক্ষা পাস করা শিক্ষার্থীরা এবং সাধারণ, মাদ্রাসা বা কারিগরি ধারায় সপ্তম শ্রেণি শেষ করা শিক্ষার্থীরা ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য রেজিস্ট্রেশনের আবেদন করতে পারবেন। তবে শিক্ষার্থীর বয়স ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে কমপক্ষে ১২ বছর হতে হবে।
রেজিস্ট্রেশন ফি বাবদ শিক্ষার্থীপ্রতি মোট ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ১৩০ টাকা, ক্রীড়া ও সাংস্কৃতিক ফি ২০ টাকা, রেড ক্রিসেন্ট ফি ২৪ টাকা, স্কাউট/গার্লস গাইড ফি ১৫ টাকা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা। এই অর্থ সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে একত্রে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্যের একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে। অনলাইন ডাটা এন্ট্রি শেষ হওয়ার পর চূড়ান্তভাবে সাবমিট করার আগে শিক্ষার্থীদের ভর্তি ফরম ও সনদের সঙ্গে তথ্য মিলিয়ে সঠিকতা নিশ্চিত করতে হবে।
এছাড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমে সরাসরি যুক্ত না করতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর ২০২৪-২৫ অর্থবছরের অ্যাফিলিয়েশন ফি অবশ্যই পরিশোধ করা থাকতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।