ঢাকা   বৃহস্পতিবার
০৯ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২, ১৬ রবিউস সানি ১৪৪৭

সিকৃবিতে বানরের আক্রমণে ৫ মাসে শতাধিক ছাত্রী আহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১৪, ৯ অক্টোবর ২০২৫

সিকৃবিতে বানরের আক্রমণে ৫ মাসে শতাধিক ছাত্রী আহত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্রী আবাসিক হলে বানরের উপদ্রব দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। গত পাঁচ মাসে বিশ্ববিদ্যালয়ের দু’টি ছাত্রী হলে বানরের আক্রমণে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রীদের জন্য নির্ধারিত দুররে সামাদ রহমান হল এবং সুহাসিনী দাস হলের চারপাশ টিলা ও ঘন গাছপালায় পরিবেষ্টিত। এ পরিবেশে নিয়মিতই খাবারের সন্ধানে বানরের দল দলবেঁধে হলে হানা দেয়। কিছুদিন ধরে এ হানা আরও বেড়ে গেছে, এ কারণে ছাত্রীদের চলাফেরায় সৃষ্টি হয়েছে নিরাপত্তা সংকট।

বানরের উৎপাত প্রতিরোধে বন বিভাগের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে দুটি হলের চারপাশে জাল দিয়ে ঘেরাও দিয়েছে, পার্শ্ববর্তী গাছের ডালপালা ছেঁটে ফেলা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবুও বানরের আক্রমণ থামছে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৈঠকে সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, ‘বন্যপ্রাণী নিয়ন্ত্রণ আইনের সীমাবদ্ধতার কারণে বানরের উৎপাত মোকাবিলায় আমরা যে পদক্ষেপই নিই না কেন, তা স্থায়ী সমাধানে পরিণত হচ্ছে না। প্রশাসন সচেষ্ট থাকলেও আইনগত বাধার কারণে এ সমস্যার নিরসন সম্ভব হচ্ছে না।’

বিষয়টি নিয়ে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদার।

বৈঠকে প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের সংরক্ষক মো. সানাউল্লাহ পাটোয়ারী এবং বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।