ঢাকা   বুধবার
২৮ জানুয়ারি ২০২৬
১৪ মাঘ ১৪৩২, ০৮ শা'বান ১৪৪৭

ডোবায় পড়া হাতিটি বাঁচানো গেল না

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৭, ২০ জানুয়ারি ২০২৬

ডোবায় পড়া হাতিটি বাঁচানো গেল না

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হাতিটিকে বাঁচানো গেল না। আজ সোমবার দুপুর ১টার দিকে হাতিটি মারা যায় বলে নিশ্চিত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ। তিনি বলেন, আমরা হাতিটিকে বাঁচানোর আপ্রাাণ চেষ্টা করেছি। মেরুদণ্ড ও পায়ে গুরুতর আঘাত পেয়েছিল হাতিটি।

শনিবার রাতে রেললাইনের ধারে কলাগাছ খাচ্ছিল হাতিটি। এ সময় ট্রেনের হুইসেল শুনে হাতিটি আতঙ্কিত হয়ে পাশে থাকা ডোবায় পড়ে যায়। সারা রাত ওই ডোবায় পড়ে ছিল। প্রায় ১৪ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের আলমপুর স্টেশনের একটি দল, পুলিশ ও বন বিভাগের সদস্যরা দীর্ঘ প্রচেষ্টার পর রোববার বিকেল ৩টার দিকে হাতিটিকে ডোবা থেকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, ব্যক্তিগত মালিকানাধীন এই হাতিটিকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে সিলেটে একটি বিয়ের অনুষ্ঠানে ভাড়ায় আনা হয়েছিল।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বিশেষজ্ঞ দল এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, হাতিটির অবস্থা সঙ্কটাপন্ন ছিল। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।