ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো প্রাণিপ্রেমীদের জন্য ব্যতিক্রমধর্মী উৎসব ‘পেট কার্নিভাল’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে টিএসসি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডাকসু ও কেয়ার ডিইউর যৌথ ব্যবস্থাপনায় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এই কার্নিভাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পোষা প্রাণীর মালিক ও প্রাণিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়। পুরো আয়োজনের সমন্বয়কের দায়িত্বে ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির।
শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের পোষা প্রাণীর আন্তরিক সম্পর্ক উদযাপন, প্রাণীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং প্রাণিকল্যাণ বিষয়ে সচেতনতা বাড়ানো—এই তিনটি বিষয় সামনে রেখে কার্নিভালের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মুহাম্মদ মহিউদ্দিনসহ ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। কার্নিভালে শিক্ষার্থীরা সরাসরি তাঁদের পোষা প্রাণী নিয়ে অংশ নেন। আয়োজনের মধ্যে ছিল পেট শো, পেট র্যাম্প ওয়াক, মজার গেমস, এনিম্যাল বিহেভিয়ার নিয়ে বিশেষজ্ঞদের সেশন এবং পেট কেয়ার সম্পর্কিত প্রশিক্ষণমূলক কার্যক্রম।এসব আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বাড়তি আনন্দ ও আগ্রহ তৈরি করে।























