ঢাকা   রোববার
২৯ জুন ২০২৫
১৪ আষাঢ় ১৪৩২, ০৩ মুহররম ১৪৪৭

মইজ্জারটেক কোরবানির হাটে উটের আগমন, প্রতিটি উটের দাম কত?

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪২, ৩০ মে ২০২৫

মইজ্জারটেক কোরবানির হাটে উটের আগমন, প্রতিটি উটের দাম কত?

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী মইজ্জারটেক কোরবানির হাটে নতুন চমক নিয়ে হাজির হয়েছে মরুর জাহাজ খ্যাত তিনটি উট। প্রতিটি উটের দাম হাঁকানো হয়েছে ৩০ থেকে ৩৫ লাখ টাকা করে।

বৃহস্পতিবার (২৯মে) ভোরে যশোর বেনাপোল এলাকার খামার থেকে উটগুলো আনা হয়। দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ গরুর বাজারে প্রথমবারের মত বিক্রয় করতে আনা উটগুলো দেখতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থী ও ক্রেতারা ভীড় করছে বাজারে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাজারে ঢুকতে একটু ভিতরে হাতের বাম পাশে দেখা মেলে উটগুলোর। উটগুলো ঘিরে বেশ কৌতূহল ছিল শিশু-কিশোর, তরুণসহ নানা বয়সী মানুষের। তরুণরা কেউ ছুঁয়ে দেখছেন, কেউ হাত বুলিয়ে আদর করছেন। বিপুল উৎসাহ নিয়ে ছবি তোলা, ভিডিও করা, উটের পাশে দাঁড়িয়ে হাসি মুখে পোজ দিয়ে ছবি তুলছেন তারা। কেউ কেউ কৌতূহল নিয়ে দাম জিজ্ঞেস করছেন।

মাইকে মাঝে মধ্যে ঘোষণা দেওয়া হচ্ছে উটও মিলছে এ বাজারে। বাজারে উটের পাশাপাশি প্রচুর গরু, মহিষ, ছাগল, ভেড়া দেখা গেছে। বাজারে ত্রিপল দিয়ে প্যান্ডেল করার কারণে বৃষ্টি বাদলে বেচা বিক্রি থেমে নেই। উটগুলো বাজারে নিয়ে আসা খামারি গাজী সিরাজুল ইসলাম জানান, আমরা মইজ্জারটেক বাজারে ৪০টি গরুর পাশাপাশি তিনটি উট এনেছি। প্রতিটি উটের ওজন ১৫ মণের বেশি হবে।

মইজ্জারটেক পশুর হাটের ইজারাদার জসিম উদ্দিন জুয়েল বলেন, প্রতিবছর আমাদের হাটে গরু-মহিষ তোলা হয়। তবে এবার শৌখিন ক্রেতাদের কথা ভেবে বড় আকৃতির কয়েকটি উট তোলা হয়েছে।

সর্বশেষ