ঢাকা   শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬
২৫ পৌষ ১৪৩২, ২০ রজব ১৪৪৭

নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, সবাই এখানে ন্যায় বিচার পাবেন: সিইসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:১৮, ৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১১:১৮, ৮ জানুয়ারি ২০২৬

নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, সবাই এখানে ন্যায় বিচার পাবেন: সিইসি

আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিলস্থল পরিদর্শনে এসে একথা জানান তিনি।

রিটার্নিং কর্মকর্তাদের কাছে যারা প্রার্থী হিসেবে অবৈধ হয়েছেন তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী। সবাই এখানে ন্যায় বিচার পাবেন।
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের পক্ষে বিপক্ষে দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ চতুর্থ দিনের মতো আপিল আবেদন চলছে। সকাল থেকেই আসতে শুরু করেন যাচাই-বাছাইয়ে বাদ পরা সম্ভাব্য প্রার্থীরা। যাচাই বাছাইয়ে বাদ পরা সম্ভাব্য প্রার্থীরা যেমন আপিল করতে পারবেন তেমনি আপিল করতে পারবেন কোনো বৈধ প্রার্থীর পক্ষেও। আপিলের গত তিন দিনে আবেদন পড়েছে এখন পর্যন্ত ৩০৯টি।
 
আগামীকাল শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত আপিল করতে পারবেন ক্ষুব্ধ যেকোনো ব্যক্তি। এরপর এসব আপিলের পক্ষে বিপক্ষে শুনানি করবে নির্বাচন কমিশন।
 
শুনানির জন্য রাখা হয়েছে ৯ দিন সময়। এরপরই ১৯ জানুয়ারি কোনো প্রার্থী চাইলে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এপর ২০ জানুয়ারি প্রতীক দেয়ার পর প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

সর্বশেষ