ঢাকা   বুধবার
২৮ জানুয়ারি ২০২৬
১৪ মাঘ ১৪৩২, ০৮ শা'বান ১৪৪৭

বেনাপোল দিয়ে ভারত থেকে ৫১০ টন চাল আমদানি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪১, ২৭ জানুয়ারি ২০২৬

বেনাপোল দিয়ে ভারত থেকে ৫১০ টন চাল আমদানি

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ৩ মাস পর চারটি চালানে ৫১০ টন সিদ্ধ চাল (নন বাসমতি) আমদানি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ১৪টি ট্রাকে চালের এসব চালান বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। 

বেনাপোল বন্দরের বন্দর পরিচালক মো. শামীম হোসেন জানান, চারটি চালানের বিপরীতে ৫১০ টন (নন বাসমতি) মোটা চাল আমদানি হয়েছে। আমদানিকৃত চালের চালানগুলো বন্দর থেকে দ্রুত খালাসের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার খালাসের পর এ চাল নেওয়া হবে অভ্যন্তরীণ বাজারে। 

চাল আমদানিকারক প্রতিষ্ঠান হাজী মুসা করিম এন্ড সন্স। আমদানি করা চাল ছাড়করণের জন্য কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট মেশাস ভূঁইয়া এন্টারপ্রাইজ। দেশের বাজারে দাম কমাতে শুল্কমুক্ত সুবিধায় সরকার এই ছাড় সুবিধা দিয়েছে সরকার।

বন্দর সূত্র জানায়, গত বছরের নভেম্বর মাসে এই বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়েছিল ৬ হাজার ১২৮ টন। গত ১৮ জানুয়ারি ২৩২ আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। যা সময়সীমা বেধে দেওয়া হয়েছে চলতি বছরের ৩ মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে আমদানিকৃত চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে। আমদানিকৃত চাল প্রতিকেজি বেনাপোল বন্দর পর্যন্ত আমদানি খরচ পড়েছে ৫০ টাকা এবং খোলা বাজারে এ চাল কেজিতে বিক্রয় হবে ৫১ টাকা বলে জানা গেছে।