ঢাকা   সোমবার
২৬ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২, ০৭ শা'বান ১৪৪৭

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম স্থিতিশীল : কর্তৃপক্ষ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪৯, ২৬ জানুয়ারি ২০২৬

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম স্থিতিশীল : কর্তৃপক্ষ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম স্থিতিশীল ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আর. সারাঙ্গপানি।

সোমবার বিআইএফপিসিএল থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। 

এতে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি সময়কালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নির্ধারিত প্রবাসী কর্মীর অনুপাত মেনে চলার অংশ হিসেবে ১৭ জন প্রবাসী কর্মকর্তার স্থানান্তরের পর বিদ্যুৎকেন্দ্রে মোট ১২ জন এনটিপিসির নির্বাহী শুধু পরামর্শক ভূমিকায় নিয়োজিত ছিলেন। তাদের কাউকেই কোনো ধরনের অপারেশনাল দায়িত্ব দেওয়া হয়নি।

কন্ট্রোলরুমসহ প্লান্টের সব অপারেশনাল কার্যক্রম সম্পূর্ণভাবে বিআইএফপিসিএলর স্থানীয় কর্মীদের মাধ্যমেই পরিচালিত হয়েছে এবং এখনো হচ্ছে।

বিবৃতিতে বিদ্যুৎকেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক জানান, বাংলাদেশে বিদ্যমান ব্যক্তিগত নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে সংশ্লিষ্ট এনটিপিসি পরামর্শক কর্মকর্তারা এনটিপিসি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অবহিত করে এবং প্রয়োজনীয় সব অনুমোদন গ্রহণের পর ভারতে প্রত্যাবর্তন করেন। কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে— কোনো কর্মকর্তা কর্তৃপক্ষকে না জানিয়ে প্ল্যান্ট ত্যাগ করেছেন— এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল। তাদের প্রস্থানের পূর্বে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডার ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে যথাযথভাবে অবহিত করা হয়েছিল।

বর্তমানে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্বে বহাল রয়েছেন এবং হোয়াটসঅ্যাপ, মাইক্রোসফট টিমস ও ভিডিও কনফারেন্সিংসহ বিভিন্ন ভার্চুয়াল মাধ্যমে তাদের পরামর্শ ও সহায়তামূলক দায়িত্ব পালন করছেন। তারা সার্বক্ষণিকভাবে উপলব্ধ রয়েছেন এবং কোনো অপারেশনাল জরুরি পরিস্থিতি বা প্লান্ট সংক্রান্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে প্লান্টে উপস্থিত হতে প্রস্তুত আছেন।

 বিআইএফপিসিএল কর্তৃপক্ষ আরো জানায়, উভয় ইউনিট বাংলাদেশ জাতীয় গ্রিডের চাহিদা অনুযায়ী প্রায় পূর্ণ সক্ষমতায় পরিচালিত হচ্ছে। প্ল্যান্টের কর্মক্ষমতা স্থিতিশীল রয়েছে এবং এতে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়েনি।

ভিন্ন কোনো চিত্র উপস্থাপনের প্রচেষ্টা তথ্যগতভাবে ভুল, বিভ্রান্তিকর ও অযৌক্তিক, যা কেবল অপ্রয়োজনীয় উদ্বেগ সৃষ্টি করে।

উল্লেখ, বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে পরিচালিত এক হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার রামপাল বিদ্যুৎকেন্দ্রটি ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন এনটিপিসি লিমিটেডের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বাস্তবায়ন করেন। বিদ্যুৎকেন্দ্রটি দেশের মোট ৫ হাজার ৫৩১ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের ১১.৫ শতাংশ সরবরাহ করেছে, যা টানা দ্বিতীয় মাসের মতো রেকর্ড করা সাফল্য। এতে করে টেকসই পরিচালন কর্মক্ষমতাকে তুলে ধরে।

সর্বশেষ