ঢাকা   সোমবার
২৬ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২, ০৭ শা'বান ১৪৪৭

ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে বন্ড মার্কেটকে শক্তিশালী করতে হবে: গভর্নর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:২৮, ২৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:২৮, ২৬ জানুয়ারি ২০২৬

ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে বন্ড মার্কেটকে শক্তিশালী করতে হবে: গভর্নর

ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে দেশের বন্ড মার্কেটকে আরও শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) সকালে ‘বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: চ্যালেঞ্জ অ্যান্ড রিকমেন্ডেশন’ শীর্ষক এক সেমিনারে এ পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, ‘ব্যবসায়ীদের আকৃষ্ট করতে বন্ড মার্কেটকে পুরোপুরি অটোমেটেড করতে হবে এবং প্রয়োজনে সরকারি প্রণোদনাও দেয়া যেতে পারে।’ এ সময় বন্ড মার্কেটকে শক্তিশালী করার বিষয়ে সরকারকে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন গভর্নর।

ড. আহসান এইচ বলেন, ‘বন্ড মার্কেট অটোমেটেড হলে খুব দ্রুতই এর আকার দ্বিগুণ হয়ে প্রায় ছয় ট্রিলিয়ন টাকায় পৌঁছাতে পারে। সরকার কথা ও কাজের মিল রাখতে পারলে ব্যাংক নির্ভরতা অনেকটাই কমে আসবে।’

এ সময় অর্থ সচিব জানান, শুধু সুকুক বন্ড বিক্রি করেই এক বছরে সরকার প্রায় ১৪ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। বন্ড ব্যবস্থাপনা উন্নত করা গেলে ব্যাংক থেকে বাড়তি চাপ কমবে বলে মত তার।

সর্বশেষ