
চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার বা আম পাড়ার সময়সীমা। আম পরিপক্ক হলেই গাছ থেকে পেড়ে বাজারজাত করতে পারবেন আমচাষি ও ব্যবসায়ীরা। নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে অপরিপক্ক ও রাসায়নিকে পাকানো আম বাজারজাত ঠেকাতে কঠোর নজরদারির আশ্বাস প্রশাসনের।
আমের রাজধানী হিসেবে খ্যাত উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ। ভৌগলিক অবস্থান ও আবহাওয়াগত কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সবশেষে আম পাকে এ জেলায়। চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত ক্ষীরসাপাত, ল্যাংড়া, গোপালভোগসহ সুমিষ্ট জাতের আমের স্বাদ পেতে অপেক্ষা করতে হবে আরও অন্তত দু’সপ্তাহ।
তবে বর্তমানে বিভিন্ন জেলায় উন্নত জাতের আম উৎপাদন হচ্ছে। সেক্ষেত্রে আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করে দিলে ক্রেতারা অন্য জেলায় চলে যেতে পারেন। পাশাপাশি নির্ধারিত তারিখের অপেক্ষায় থাকার কারণে আমচাষিরাও অনেক সময় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন।
শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটি লি.-এর সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন, ‘ধরেন চাঁপাইয়ের আম ভাঙার তারিখ আছে ৫ তারিখ, এর আগে আমি চাঁপাইনবাবগঞ্জ যেতে পারবো না। সেক্ষেত্রে ব্যাপারি যারা আছে, আমের যারা ক্রেতা আছে, বি টু বি ক্রেতা যারা আছে তারা কিন্তু অন্য বাজারে গিয়ে সেটেল্ড হয়ে যায়।’
সবদিক বিবেচনায় চলতি মৌসুমে পরিপক্ক, নিরাপদ ও বিষমুক্ত আম বিপণন এবং প্রক্রিয়াজাতকরণে আগেভাগেই কাজ শুরু করেছে প্রশাসন। পাশাপাশি অংশীজনদের দাবির প্রেক্ষিতে বাতিল হয়েছে ম্যাংগো ক্যালেন্ডার বা গাছ থেকে আম সংগ্রহের সময়সীমা। একে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘আমাদের আম চাষি এবং আমের সাথে যারা জড়িত সকলেরই স্বার্থ রক্ষা হবে এবং চাষি ও ব্যবসায়ী সবাই লাভবান হবে। এতে আমরা দেশের মানুষকে সুস্বাদু আম সরবরাহ করতে পারবো বলে আমি মনে করি।’
তবে অপরিপক্ক আম বাজারজাত করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, ‘আম যখন পরিপুষ্ট হবে, তখনই তারা সেগুলো বাজারজাত করবে। এই ব্যাপারে আমরা সর্বোচ্চ নজরদারি করবো এবং সহযোগিতা করবো।’
এ বছর চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৫০০ হেক্টরের বেশি জমিতে আমের চাষ হয়েছে। যেখান থেকে ৪ লাখ ৮৬ হাজার টন আম উৎপাদনের লক্ষ্য কৃষি বিভাগের।
এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে