
সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালাতে গিয়ে চোরাকারবারিদের সংঘবদ্ধ হামলার শিকার হয়েছে বিজিবি। এতে বিজিবির এক সদস্য আহত হয়েছেন। পরে যৌথ অভিযান চালিয়ে মো. আরমান আলী (২৮) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়। অভিযানে প্রায় দুই কোটি টাকার ভারত থেকে অবৈধ পথে আনা মহিষ ও গরু জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত মঙ্গল ও বুধবার এসব অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, ৪৮ বিজিবির আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লাফার্জ এবং উত্মা বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় মহিষ এবং গরু জব্দ করা হয়।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান চলাকালে সুনামগঞ্জের দোয়ারাবাজারের তেরাপুর গ্রামে বিজিবির ওপর চোরাকারবারির একটি সংঘবদ্ধ দল টহলদলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে এক বিজিবি সদস্য আহত হন।