ঢাকা   বৃহস্পতিবার
১৪ আগস্ট ২০২৫
২৯ শ্রাবণ ১৪৩২, ১৯ সফর ১৪৪৭

গবেষণাগারে রাসায়নিক পরীক্ষায় 

সন্তোষজনক ‘ফলাফল না পাওয়ায় বালাইনাশক প্রত্যাহার করার নির্দেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৩, ১৩ আগস্ট ২০২৫

সন্তোষজনক ‘ফলাফল না পাওয়ায় বালাইনাশক প্রত্যাহার করার নির্দেশ

সম্প্রতি কিছু কম্পানির বালাইনাশক বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্ভিদ সংরক্ষন উইং। এর মধ্যে মেসার্স ইনতেফা এর “সাহার ৮০ ডব্লিউডিজি সালফার” (এপি-১৬৩৫), ব্যাচ নং- ৫০-০০৫১১২৩ বালাইনাশকটি বাজার হতে প্রত্যাহার করার নির্দেশ করেন। সূত্র: উপজেলা কৃষি অফিস, মহেশপুর, ঝিনাইদহ এর স্মারক নং-৫১৩, তারিখঃ ০৪/০৬/২০২৫ খ্রি. মোতাবেক। উপর্যুক্ত বিষয় ও সূত্রীয় স্মারকের প্রেক্ষিতে আপনার অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, উপজেলা কৃষি অফিস, মহেশপুর, ঝিনাইদহ কর্তৃক প্রেরিত আপনার প্রতিষ্ঠানের সাহার ৮০ ডব্লিউডিজি সালফার” (এপি-১৬৩৫), ব্যাচ নং- ৫০-০০৫১১২৩ উদ্ভিদ, সংরক্ষণ উইং এর বালাইনাশক গবেষণাগারে রাসায়নিক পরীক্ষায় সন্তোষজনক ফলাফল পাওয়া যায়নি। বর্ণিত অবস্থার প্রেক্ষিতে ব্যাচ নং- ৫০-০০৫১১২৩ এর রিপ্যাকিংকৃত সকল বালাইনাশক পত্র প্রাপ্তির ০৭ কর্মদিবসের মধ্যে বাজার হতে প্রত্যাহার করার জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

মেসার্স মিডিয়া এগ্রো মার্কেটিং এন্ড ইন্ডাস্ট্রিজ এর মেডিয়াম ৫ এসজি (এমামেকটিন ৫০ গ্রাম)” (এপি-৩৯০৯), ব্যাচ নং- ০.২০২৫ বালাইনাশকটি বাজার হতে প্রত্যাহার প্রসঙ্গে। সূত্র: উপজেলা কৃষি অফিস, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও এর স্মারক নং-৪৭৭, তারিখঃ ২২/০৬/২০২৫ খ্রি. মোতাবেক। উপর্যুক্ত বিষয় ও সূত্রীয় স্মারকের প্রেক্ষিতে আপনার অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, উপজেলা কৃষি অফিস, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও কর্তৃক প্রেরিত আপনার প্রতিষ্ঠানের মেডিয়াম ৫ এসজি (এমামেকটিন ৫০ গ্রাম) (এপি-৩৯০৯), ব্যাচ নং- ০.২০২৫ উদ্ভিদ সংরক্ষণ উইং এর বালাইনাশক গবেষণাগারে রাসায়নিক পরীক্ষায় সন্তোষজনক ফলাফল পাওয়া যায়নি। বর্ণিত অবস্থার প্রেক্ষিতে ব্যাচ নং- ০.২০২৫ এর রিপ্যাকিংকৃত সকল বালাইনাশক পত্র প্রাপ্তির ০৭ কর্মদিবসের মধ্যে বাজার হতে প্রত্যাহার করার জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মেসার্স রেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর “ব্রেমিক্স ৫৫ ইসি (ক্লোরোপাইরিফস+ সাইপারমেথ্রিন) ” (এপি-৩৪৫৯), ব্যাচ নং- ২৭০৮২৪১৬ বালাইনাশকটি বাজার হতে প্রত্যাহার প্রসঙ্গে।

সূত্র: উপজেলা কৃষি অফিস, সুজানগর, পাবনা এর স্মারক নং-৩৬৬, তারিখঃ ০২/০৭/২০২৫ খ্রি. মোতাবেক। উপর্যুক্ত বিষয় ও সূত্রীয় স্মারকের প্রেক্ষিতে আপনার অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, উপজেলা কৃষি অফিস, সুজানগর, পাবনা কর্তৃক প্রেরিত আপনার প্রতিষ্ঠানের “ব্রেমিক্স ৫৫ ইসি (ক্লোরোপাইরিফস + সাইপারমেথ্রিন) (এপি-৩৪৫৯), ব্যাঢ় নং- ২৭০৮২৪১৬ উদ্ভিদ সংরক্ষণ উইং এর বালাইনাশক গবেষণাগারে রাসায়নিক পরীক্ষায় সন্তোষজনক ফলাফল পাওয়া যায়নি। বর্ণিত অবস্থার প্রেক্ষিতে ব্যাচ নং- ২৭০৮২৪১৬ এর রিপ্যাকিংকৃত সকল বালাইনাশক পত্র প্রাপ্তির ০৭ কর্মদিবসের মধ্যে বাজার হতে প্রত্যাহার করার জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মেসার্স একমি পেস্টিসাইডস এর “ফাইট ২.৫ ইসি (ল্যামডা সাইহ্যালোথ্রিন)” (এপি-১৭৯২), ব্যাচ নং-পিআরএস ০১২ বালাইনাশকটি বাজার হতে প্রত্যাহার প্রসঙ্গে। সূত্র: উপজেলা কৃষি অফিস, 

বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও এর স্মারক নং-৮৭৬, তারিখঃ ৩১/০৭/২০২৫ খ্রি. মোতাবেক। উপর্যুক্ত বিষয় ও সূত্রীয় স্মারকের প্রেক্ষিতে আপনার অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, উপজেলা কৃষি অফিস, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও কর্তৃক প্রেরিত আপনার প্রতিষ্ঠানের ফাইট ২.৫ ইসি (ল্যামডা সাইহ্যালোথ্রিন) (এপি-১৭৯২), ব্যাচ নং- পিআরএস ০১২, উদ্ভিদ সংরক্ষণ উইং এর বালাইনাশক গবেষণাগারে রাসায়নিক পরীক্ষায় সন্তোষজনক ফলাফল পাওয়া যায়নি। 

বর্ণিত অবস্থার প্রেক্ষিতে ব্যাচ নং- পিআরএস ০১২ এর রিপ্যাকিংকৃত সকল বালাইনাশক পত্র প্রাপ্তির ০৭ কর্মদিবসের মধ্যে বাজার হতে প্রত্যাহার করার জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মেসার্স ট্রাস্ট এগ্রোকেমিক্যালস এর জ্যাকপট ৫৫ ইসি (ক্লোরপাইরিফস ৫০০ গ্রাম+ সাইপারমেথ্রিন ৫০ গ্রাম)’ (এপি-৬৩১০), ব্যাচ নং ৮৩১ বালাইনাশকটি বাজার হতে প্রত্যাহার প্রসঙ্গে। সূত্র: উপজেলা কৃষি অফিস, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও’এর স্মারক নং-৪৭৭, তারিখঃ ২২/০৬/২০২৫ খ্রি. মোতাবেক।

উপর্যুক্ত বিষয় ও সূত্রীয় স্মারকের প্রেক্ষিতে আপনার অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, উপজেলা কৃষি অফিস, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও কর্তৃক প্রেরিত আপনার প্রতিষ্ঠানের “জ্যাকপট ৫৫ ইসি (ক্লোরপাইরিফস্ ৫০০ গ্রাম+ সাইপারমেথ্রিন ৫০ গ্রাম) (এপি-৬৩১০), ব্যাচ নং- ৮৩১ উদ্ভিদ সংরক্ষণ উইং এর বালাইনাশক গবেষণাগারে রাসায়নিক পরীক্ষায় সন্তোষজনক ‘ফলাফল পাওয়া যায়নি। বর্ণিত অবস্থার প্রেক্ষিতে ব্যাচ নং-৮৩১ এর রিপ্যাকিংকৃত সকল বালাইনাশক পত্র প্রাপ্তির ০৭ কর্মদিবসের মধ্যে বাজার হতে প্রত্যাহার করার জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিচালক উদ্ভিদ সংরক্ষণ উইং ডিএই, খামারবাড়ি, ঢাকা।

সর্বশেষ