সুনামগঞ্জের তাহিরপুরে জেলার বৃহৎ বোরো ধানের হাওর শনি, মাটিয়ানসহ বিভিন্ন হাওরে বীজ ধান বপনের ধুম পড়েছে। বীজ ধান কিনতে তাহিরপুর বাজারের ডিলারদের দোকানে ভিড় করছেন উপজেলার কৃষকরা। বীজ ধানের ব্যাগ হাতে নিয়ে বাড়ি ফিরছেন তারা।
গতকাল রোববার দুপুরে শনির হাওরপাড়ের ভাটি তাহিরপুর গ্রামের কৃষক মহসিন মিয়া বলেন, এখন হাওরে বীজ ধান বপনে ব্যস্ত সময় পার করছেন তারা। তিনি তাহিরপুর বাজার থেকে বিএডিসির পাঁচ কেজির প্যাকেট বীজ ধান ৬৩০ টাকায় কিনেছেন। এ ছাড়া বেসরকারি কোম্পানির বীজ শক্তি-২, শক্তি-৩ ও ব্র্যাক-৭৭৭ প্রতি কেজি ৪৫০ টাকা দরে কিনেছেন।
বাদাঘাট বাজারের বিএডিসি বীজ ডিলার নূর মিয়া জানান, চলতি বোরো মৌসুমের শুরুতে বাদাঘাট বাজারের ডিলাররা বিএডিসি বীজ ধান ও কোম্পানির বীজ ধান মিলে প্রায় ৩৫ টন বীজ ধান বিক্রি করেছেন।
তাহিরপুর বাজারের বিএডিসি বীজ ডিলার সামায়ুন কবীর বলেন, চলতি মৌসুমে এ পর্যন্ত তিনি প্রায় ৪০ টন বীজ ধান বিক্রি করেছেন।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, উপজেলার সাতটি ইউনিয়নে ১১শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এসব বীজ বিতরণ করা হবে বলে তিনি আশাবাদী।























