ঢাকা   বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫
২৮ কার্তিক ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

তিন দেশ থেকে চাল চিনি ও তেল কিনছে সরকার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৯, ১৩ নভেম্বর ২০২৫

তিন দেশ থেকে চাল চিনি ও তেল কিনছে সরকার

সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন সেদ্ধ চাল ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে এক কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল, তুরস্কের ইস্তাম্বুল থেকে সাড়ে ১২ হাজার টন পরিশোধিত চিনি আমদানিসহ ৯টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে এক হাজার ৪৮০ কোটি ৬৮ লাখ টাকা। গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক শেষে জানানো হয়, চলতি অর্থবছরের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার টন সেদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের এগ্রোকর্প ইন্টারন্যাশনাল এ চাল সরবরাহ করবে। প্রতি টন চাল ৩৫৫.৫৯ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ২১৭ কোটি ৮ লাখ টাকা। 

এ ছাড়া টিসিবির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে এক কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন হয়েছে। দেশটির দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ক্রিডেনটোন এফজেডসিও এ তেল সরবরাহ করবে। বাংলাদেশি মুদ্রায় প্রতি লিটার তেল ১৬৪ টাকা ২১ পয়সা দরে মোট ব্যয় হবে ১৫৮ কোটি ৮৭ লাখ টাকা। 

টিসিবির জন্য ১২ হাজার ৫০০ টন পরিশোধিত চিনি আমদানির আরেকটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ চিনি সরবরাহ করবে ইস্তাম্বুলের প্রতিষ্ঠান বেগালতা ড্যানিসম্যানলিক হিজমেলেরি।