ঢাকা   শনিবার
২৫ অক্টোবর ২০২৫
৯ কার্তিক ১৪৩২, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

যশোরে আখের বাম্পার ফলন; দাম ভালো পেয়ে খুশি চাষিরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:১৪, ২৪ অক্টোবর ২০২৫

যশোরে আখের বাম্পার ফলন; দাম ভালো পেয়ে খুশি চাষিরা

যশোরে এবারে আখের ভাল ফলন হয়েছে। আগাম আখ কেটে বিক্রি করছেন চাষিরা, দাম ভালো পাওয়ায় খুশি তারা। সংশ্লিষ্টরা বলছেন, অনুকূল আবহাওয়া এবং রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম থাকায় আখের ফলন ভালো হয়েছে।

উঁচু বা মাঝারি উঁচু ও দোআঁশ জমিতে আখের চাষ ভালো হয়। আর যশোরের মাটিতে এসব বৈশিষ্ট্য থাকায় আখ চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা।

যশোরের বাঘারপাড়া উপজেলার দাতপুর গ্রামের কৃষক রতন দেবনাথ। এবছর ১৩ শতক জমিতে আখ চাষ করেছেন তিনি। যেখানে খরচ হয়েছে ৪০ থেকে ৫০ হাজার টাকা। আর সেই আখ বিক্রি করেছেন ২ লাখ টাকায়। শুধু রতন নয় আখ চাষে লাভবান হচ্ছেন জেলার অন্যান্য কৃষকরাও ।

বাঘারপাড়ার আখ চাষি রতন দেবনাথ বলেন, ‘আখ চাষ করলে আমাদের টোটাল যে খরচ হয়, সে টাকা উঠে আসে। ফলে অনেকেই আখ চাষে আগ্রহী হচ্ছেন।’

যশোরের খালধারমোড়ের আখের হাট। যেখানে অন্তত বিক্রি হয় ১৫ হাজার পিচ আখ। যার বাজারমূল্যে প্রায় ৬ লাখ টাকা। বর্তমানে এ হাটে একশো আখ বিক্রি হচ্ছে ২ হাজার টাকা থেকে ৬ হাজার টাকা পর্যন্ত। স্থানীয় চাহিদা মিটিয়ে যা সরবরাহ হচ্ছে আশপাশের জেলায়।

আখ চাষিরা জানান, এ বছর আখের চাহিদা ভালো। তারা আখের দাম পাচ্ছেন ভালো। এ বছর প্রতি পিছ আখ সর্বনিম্ন ২০ টাকায় বিক্রি করছেন চাষিরা।

কৃষি বিভাগ বলছে, আখ চাষকে আরও লাভজনক করে তুলতে কৃষকদের সাথী ফসল চাষসহ সবধরনের সহযোগিতা ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সমরেন বিশ্বাশ বলেন, ‘আখ যেহেতু দীর্ঘমেয়াদী ফসল, ফলে আখের সঙ্গে সাথী ফসল হিসেবে বিভিন্ন ধরনের ফসল তারা উৎপাদন করতে পারে। এ বিষয়ে চাষিদের আমরা উৎসাহিত করছি।’

যশোরে এবছর প্রায় ২২০ হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। যেখানে উৎপাদন হবে প্রায় ২২ হাজার টন আখ। যার বাজার মূল্যে অন্তত ২২ কোটি টাকা।