বঙ্গোপসাগরে আবারও একটি নতুন লঘুচাপের সৃষ্টি হয়েছে। কয়েক দিন আগের একটি লঘুচাপ দুর্বল হয়ে শেষ হওয়ার পরপরই নতুন এই লঘুচাপের খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এ লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ছয়টার দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এই নতুন লঘুচাপের সৃষ্টি হয়। এর চার দিন আগে গঠিত আরেকটি লঘুচাপ দ্রুত দুর্বল হয়ে পড়েছিল। যদিও তার কোনো প্রভাবই বাংলাদেশের উপকূলে পড়েনি।
আবহাওয়াবিদদের প্রাথমিক ধারণা, বর্তমান গতিপ্রকৃতি অনুযায়ী লঘুচাপটির বাংলাদেশ উপকূলে বড় কোনো প্রভাব পড়বে না। তবে এর প্রভাবে সপ্তাহের শেষের দিকে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, 'নতুন লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর মূল প্রভাব পড়বে ভারতের ওডিশা উপকূলে। বাংলাদেশেও কিছু প্রভাব পড়তে পারে, যার ফলে বৃষ্টি হতে পারে।'
তিনি আরও জানান, এখন পর্যন্ত এর গতিপথ স্পষ্ট নয়। আগের লঘুচাপটির মতো এটিও দুর্বল হয়ে যেতে পারে, আবার নিম্নচাপে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় হবে কি না, তা জানতে আরও কয়েক দিন সময় লাগবে।
এদিকে গত এক সপ্তাহ ধরে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি না থাকায় গরম বেড়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। সামান্য বৃষ্টি হয়েছে রাঙ্গামাটিতে ৯ মিলিমিটার এবং শ্রীমঙ্গলে অল্প পরিমাণে।
কাজী জেবুন্নেছা বলেন, 'যদি লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়, তাহলে আগামী বুধবার নাগাদ দেশের উপকূলীয় অঞ্চলসহ কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।'























