ঢাকা   শুক্রবার
০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৭

নড়াইলে ২৫,১৪৬ টন আউশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএই

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:১২, ৩ জুলাই ২০২৫

নড়াইলে ২৫,১৪৬ টন আউশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএই

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) চলতি মৌসুমে জেলার তিনটি উপজেলায় ৯,৬৬৫ হেক্টর জমি থেকে ২৫,১৪৬ মেট্রিক টন আউশ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, নড়াইল সদর উপজেলায় ৬,৯২৫ হেক্টর, লোহাগড়া উপজেলায় ১২,১৬৫ হেক্টর এবং কালিয়া উপজেলায় ৪,৪০৮ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে। অনুকূল জলবায়ু এবং সাম্প্রতিক ঘন ঘন বৃষ্টিপাতের কারণে জেলায় আউশ ধানের গাছগুলো খুব দ্রুত বড় হচ্ছে।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. জসিম উদ্দিন বলেন, বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের আউশ বীজ, সার এবং অন্যান্য সহায়তা পাওয়ায় সাম্প্রতিক বছরগুলিতে কৃষকরা আউশ ধান চাষে আগ্রহী হয়েছে। চলতি মৌসুমেও কৃষকরা আউশ ধান চাষ করে ভালো দাম পাওয়ার আশা করছেন।

তিনি বলেন, ডিএই এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা এবং ডিলাররা কৃষকদের স্থানীয়ভাবে উৎপাদিত উন্নতমানের আউশ ধানের বীজ যেমন, বিরি-৪৮ এবং রাতোয়েল সরবরাহ করেছে। পাশাপাশি আউশ চাষ সম্প্রসারণের জন্য উন্নত প্রযুক্তির যন্ত্রপাতিও সরবরাহ করেছে। 

সর্বশেষ