ঢাকা   শুক্রবার
০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৭

শেকৃবিতে শিবিরের উদ্যোগে হচ্ছে জুলাই স্মৃতি প্রতিযোগিতা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৯, ৪ জুলাই ২০২৫

শেকৃবিতে শিবিরের উদ্যোগে হচ্ছে জুলাই স্মৃতি প্রতিযোগিতা

জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা আয়োজন করছে ‘জুলাই স্মৃতি প্রতিযোগিতা-২০২৫’। 

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রশিবিরের অফিশিয়াল পেজের মাধ্যমে এই প্রতিযোগিতার ঘোষণা দেয় সংগঠনটি। দুটি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্যাটাগরি-১-এ ‘জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণা এবং জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি’ এই দুই বিষয়ের ওপর লেখা জমা দেওয়ার কথা বলা হয়েছে।

ক্যাটাগরি-২-এ ‘জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক আলোকচিত্র’ জমাদানের জন্য বলা হয়েছে। ক্যাটাগরি-১-এ সেরা তিনজন, ক্যাটাগরি-২-এ সেরা পাঁচজন বিজয়ীকে পুরস্কারের পাশাপাশি অংশগ্রহণকারী সবার জন্য বিশেষ শুভেচ্ছা উপহার রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ২২ জুলাইয়ের মধ্যে নির্ধারিত বিষয়ের ওপর লেখা ও আলোকচিত্র পাঠানোর আহবান জানানো হয়েছে।

সর্বশেষ