ঢাকা   বৃহস্পতিবার
১৪ আগস্ট ২০২৫
২৯ শ্রাবণ ১৪৩২, ১৯ সফর ১৪৪৭

মৎস্য হেরিটেজ হালদায় ডলফিন ও মা মাছ মৃত্যুর কারণ খুঁজতে মাঠে গবেষকরা

agri24.tv

প্রকাশিত: ১১:৩০, ৫ জুলাই ২০২৪

আপডেট: ১১:৩২, ৫ জুলাই ২০২৪

মৎস্য হেরিটেজ হালদায় ডলফিন ও মা মাছ মৃত্যুর কারণ খুঁজতে মাঠে গবেষকরা

উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অস্বাভাবিক মাত্রায় ডলফিন ও মা মাছ মৃত্যুর কারণ খুঁজতে মাঠে নেমেছেন গবেষকরা।

প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা, বিভিন্ন দপ্তর এবং গবেষণা সংস্থাগুলো প্রতিনিধিরা গত তিনদিন ধরে সরেজমিন পরিদর্শন করেছেন। এরপর গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে সমন্বয় সভা করেন তারা।

চবি হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে হালদা নদীতে ছয়টা ব্রুড মাছ এবং দুইটি ডলফিন মারা যায়। এই অস্বাভাবিক মৃত্যুর কারণ উদঘাটনে গবেষকরা সরেজমিন হালদা নদী এবং এর আশপাশের এলাকা, শাখা খাল এবং নদী পাড়ের বিলগুলো পরিদর্শন করেন। এরপর গতকাল সমন্বয় সভা করেন। 

চবি হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, সব সংস্থার প্রতিনিধি এবং গবেষকদের সমন্বয়ে একটি সভা করা হয়। এতে মাছ ও ডলফিন মৃত্যুর প্রয়োজনীয় কারণ খুঁজতে কী কী বিষয়কে সামনে রেখে কাজ করা হবে- তা নিয়ে বিশদ আলোচনা করা হয়। 

সর্বশেষ