
নির্বাচনের খবর এখন শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নেই, বরং তা দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১৩ আগস্ট) রাজধানীর বনানীর শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত ‘ফরেন ইনভেস্টরস সামিট ২০২৫’-এ অংশ নিয়ে তিনি বলেন, সবাই নির্বাচনের জন্য অপেক্ষায় ছিলেন। এখন যেহেতু নির্বাচনের বার্তা ছড়িয়ে পড়েছে, উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছেন। দেশি উদ্যোক্তার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহ প্রকাশ করছেন। এই আগ্রহের বাস্তব প্রমাণ হিসেবে তিনি উল্লেখ করেন, জাপান থেকে একটি বড় বিনিয়োগ প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে।
আমীর খসরু বলেন, আগামীর বাংলাদেশ অর্থনৈতিক বিনিয়োগের মাধ্যমে এগিয়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, অর্থনীতিকে টেকসই করতে হলে টাকা ছাপানো ও ঋণের ওপর নির্ভর না করে বিনিয়োগের পথেই এগোতে হবে, কারণ বিনিয়োগই একমাত্র সমাধান।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করতে হলে দেশি ও বিদেশি বিনিয়োগ এবং মূলধন বাজারকে উচ্চপর্যায়ে নিতে হবে। দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে মূলধন বাজারের বিকল্প নেই। এ সময় তিনি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার আহ্বান জানান। একই সঙ্গে পৌরসভাগুলোর জন্য মিউনিসিপ্যাল বন্ড কার্যকর করার ওপর জোর দেন, যাতে তারা লাভজনক খাতে বিনিয়োগ করতে পারে।