ঢাকা   বুধবার
০৫ নভেম্বর ২০২৫
২০ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

গোয়ালন্দে পদ্মার এক পাঙ্গাশ ৭৬ হাজার টাকায় বিক্রি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫৯, ৩ নভেম্বর ২০২৫

গোয়ালন্দে পদ্মার এক পাঙ্গাশ ৭৬ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে ২৭ কেজি ওজনের বিশাল এক পাঙ্গাশ মাছ। এই এক মাছই বিক্রি হয়েছে ৭৫ হাজার ৬০০ টাকায়।

এর আগে রবিবার (২ নভেম্বর) সকালে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে কলাবাগান এলাকায় নৌকা নিয়ে পদ্মায় জাল ফেলেন রাজবাড়ী সদর উপজেলার গোদারবাজার এলাকার জেলে সোনাই হালদার ও তার সহযাত্রীরা। হঠাৎ তাদের জালে ধরা পড়ে বিশাল আকারের এই পাঙ্গাশ মাছ।

পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকার হালিম সরদারের আড়তে নিয়ে যাওয়া হয়। সেখানে নিলামে প্রতি কেজি ২,৬০০ টাকা দরে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ।

শাজাহান শেখ বলেন, ‘পদ্মার বড় পাঙ্গাশের অনেক চাহিদা। তাই মাছটি কিনে বেশি দামে বিক্রির আশায় ফেরিঘাটের ৫ নম্বর পন্টুনে রশি দিয়ে বেঁধে নদীর পানিতে জীবিত রেখেছিলাম। পরে অনলাইনের মাধ্যমে কুষ্টিয়া শহরের এক অস্ট্রেলিয়াপ্রবাসীর কাছে ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি করেছি।’

জেলে সোনাই হালদার বলেন, ‘অনেক দিন পর এত বড় পাঙ্গাশ আমার জালে ধরা পড়েছে। ভালো দামে বিক্রি করতে পেরে আমি খুব খুশি।’

তিনি আরো জানান, এ মৌসুমে পদ্মা নদীতে আশানুরূপ ইলিশ না মিললেও বাঘাইড়, বোয়াল, পাঙ্গাশসহ বিভিন্ন বড় প্রজাতির মাছ প্রায়ই ধরা পড়ছে।

সর্বশেষ