ঢাকা: বাংলাদেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান—মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ এবং ডেল্টা অ্যাগ্রো—আগামী এক বছরে যুক্তরাষ্ট্র থেকে ১ বিলিয়ন ডলারের সয়াবিন কেনার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (USSEC)—যা যুক্তরাষ্ট্রের বাইরে সয়াবিন কৃষকদের প্রতিনিধিত্ব করে এমন একটি বাণিজ্য সংগঠন—এর সঙ্গে এই ঐতিহাসিক চুক্তিটি বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের উচ্চমানের কৃষিপণ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রতিফলন। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের বাজার এখন যুক্তরাষ্ট্রের রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে। তিনি আরও জানান, এই চুক্তির ফলে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সয়াবিন বিক্রি আগামী বছরে তিনগুণ বৃদ্ধি পাবে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।























