রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে এক জেলের জালে ২৬ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি ৬৭ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। আজ রবিবার (২ নভেম্বর) ভোরে গোয়ালন্দ উপজলার পদ্মা নদীর দৌলতদিয়া অংশের কলাবাগান এলাকায় সোনাই হলদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা যায়, জেলে সোনাই হালদার রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া ঘাট এলাকার বাসিন্দা।
গতকাল শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় নদীতে মাছ শিকারে যান তিনি। আজ রবিবার ভোরে কলাবাগান এলাকায় নদীতে ফেলে রাখা জাল তুলতেই বড় আকৃতির ওই পাঙাশ মাছটি ধরা পড়ে।
আজ রবিবার সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসেন তিনি। সেখানে মাছের ওজন দিয়ে দেখা যায়- মাছটির ওজন ২৬ কেজি।
সেখানে নিলামে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি হয়। মাছটি ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৬৭ হাজার ৬০০ টাকায় ক্রয় করেন ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী শাহজাহান শেখ।
শাহজাহান শেখ বলেন, ‘আজ রবিবার আড়তে মাছ কিনতে গেলে সেখানে বড় আকৃতির পাঙাশ মাছের নিলাম হয়। আমি ৬৭ হাজার ৬০০ টাকা দিয়ে মাছটি কিনেছি।
সামান্য লাভে মাছটি বিক্রি করব। দেশের বিভিন্ন স্থানে মুঠোফোনে বিক্রির চেষ্টা করছি।’
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, ‘রাজবাড়ীর গোয়ালন্দ পদ্মা-যমুনার মোহনা। সেখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। পদ্মার মাছ বেশ সুস্বাদু হয়, তাই দাম বেশি।























