ঢাকা   বৃহস্পতিবার
১৪ আগস্ট ২০২৫
২৯ শ্রাবণ ১৪৩২, ১৯ সফর ১৪৪৭

অস্থির হয়ে উঠছে পিঁয়াজের বাজার, প্রতিকেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়

agri24.tv

প্রকাশিত: ২২:৩৩, ৪ জুলাই ২০২৪

অস্থির হয়ে উঠছে পিঁয়াজের বাজার, প্রতিকেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়

আবার ১০০ টাকা ছাড়িয়েছে পেঁয়াজের কেজি। রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে বুধবার (৪ জুলাই) দেশি পেঁয়াজ ১০০-১১০ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে। বিক্রেতারা বলছেন, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। পাশাপাশি ভারত থেকে কম আমদানি হওয়ার কারণে পেঁয়াজের দাম বাড়ছে।

দেশে এমন সময়ে পেঁয়াজের দাম শতক ছাড়াল, যখন বাজারে অন্যান্য নিত্যপণ্যের দামও বাড়তি। যেমন বাজারে কাঁচা মরিচের কেজি এখন আড়াই শ টাকার ওপরে। আর ব্রয়লার মুরগির বাদামি ডিম প্রতি ডজন ১৫০-১৬০ টাকা। এ ছাড়া গত কয়েক দিনের বৃষ্টির মধ্যে দাম বেড়েছে বেশ কিছু সবজিরও।

মূলত নিত্যপণ্যের বাড়তি দামের কারণে ১৪ মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে রয়েছে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি বেশি ভোগাচ্ছে মানুষকে।

নাজমুল নামে এক ক্রেতা বলেন, ‘বাজারে প্রতিটা সময়ই কোনো না কোনো পণ্যের দাম বেশি থাকবেই। সরকারের উচিৎ আরও কড়াভাবে বাজার মনিটরিং করা।’

পেঁয়াজের দাম বাড়ার কারণ জানতে চাইলে টাউন হল বাজারে আজিজ নামে এক ব্যবসায়ী বলেন, ‘বাজারে পেঁয়াজের সাপ্লাই কমে গেছে, আর আড়তেও দাম বেশি। তাই খুচরায় পেঁয়াজের দাম এখন বাড়তির দিকে।’

তার ধারণা এই দাম বেড়ে ১২০ টাকা পর্যন্ত হতে পারে। বৃষ্টির কারণে অনেক স্থানে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে।  সামনে সরবরাহ কমে গেলে দাম আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছেন এই ব্যবসায়ী।’ 

সর্বশেষ