
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন হাটবাজারের মধ্যে কানসাট আমবাজার অন্যতম। প্রতিদিন এখানে বিক্রি হয় অন্তত ২০ কোটি টাকার আম। মৌসুমের শেষ প্রান্তে এসেও কানসাট আমবাজার জমজমাট। তবে চলতি মৌসুমে আমের ন্যায্য মূল্য পাচ্ছেন না দাবি আম চাষীদের।
আম উৎপাদনে প্রসিদ্ধ জেলা চাঁপাইনবাবগঞ্জ। এ জেলাকে ‘আমের রাজধানী’ বলা হয়ে থাকে। দেশের মোট আমের এক তৃতীয়াংশই এখানে উৎপাদিত হয়। দেশের সবচেয়ে বড় আমের হাটটিও বসে এ জেলায়। এখানে প্রতি বছর বিপুল পরিমাণ আম বাণিজ্য হয়।
মৌসুমের শেষ সময়ে এসেও জমজমাট এ আমের বাজার। চাষিরা বাগান থেকে ঝুড়ি বোঝাই করে আম আনেন হাটে। বাজারে চলে দরদাম।
আম চাষিরা জানান, এসময়ও আমের ব্যাপক যোগান আছে। কিন্তু আমের সরবারহ বেশি থাকায় দাম পাচ্ছে না চাষিরা। আশ্বিনা আমের দাম অনেক কম বলে জানান তারা।
তবে বেচাকেনার পরিমাণ ভালো হলেও এবার লাভের মুখ দেখছেন না বলে দাবি কৃষকদের। তারা বলছেন, আমের দাম আর উৎপাদন ব্যয় কাছাকাছি হওয়ায় লাভ কম হচ্ছে, এমনকি অনেক ক্ষেত্রে পড়তে হচ্ছে লোকসানে।