
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে এই প্রথম চালান ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন।
বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল ইলিশ আমদানি করেছে।
বাংলাদেশ থেকে রপ্তানি করেছে সততা ফিশ ৩.৬ মেট্রিক টন, তানিশা এন্টারপ্রাইজ ১.৪ মেট্রিক টন, বিশ্বাস এন্টারপ্রাইজ ১২.২ মেট্রিক টন, লাকী ট্রেডিং ১৬.৮ মেট্রিক টন ও স্বর্ণালি এন্টারপ্রাইজ চার মেট্রিক টন ইলিশ মাছ।
স্বর্ণালি এন্টারপ্রাইজের প্রতিনিধি সাইফুর রহমান জানান, আমাদের কম্পানি থেকে চার টন ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে। মাছগুলো সতর্কতা ও মানসম্মত পরিবেশে সংরক্ষণ করা হয়েছে। ভারতের বাজারে বাংলাদেশের ইলিশের চাহিদা খুব বেশি, তাই আমরা চেষ্টা করছি সময়মতো ও মান অনুযায়ী সরবরাহ করতে।