ঢাকা   বৃহস্পতিবার
১৮ সেপ্টেম্বর ২০২৫
২ আশ্বিন ১৪৩২, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে ৩৭ প্রতিষ্ঠান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:০০, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে ৩৭ প্রতিষ্ঠান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির জন্য ৩৭ প্রতিষ্ঠানকে এক হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তাণির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত রপ্তানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।
 
ভাতের ইলিশ রপ্তানির ক্ষেত্রে সরকার কিছু শর্ত আরোপ করেছে। এগুলো হলো - (১) রপ্তানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে; (২) অনুমতির মেয়াদ ১৬ সেপ্টেম্বর ২০২৫ হতে ০৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে; (৩) প্রতি কেজি ইলিশের রপ্তানি দাম ন্যূনতম ১২ দশমিক ৫ মার্কিন ডলার হতে হবে;  (৪) শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে; (৫) রপ্তানির প্রকৃত পরিমাণ সংক্রান্ত  তথ্য-প্রমাণ দাখিল করতে হবে; (৬) অনুমোদিত পরিমাণের বেশি রপ্তানি করা যাবে না; (৭) প্রতিটি পণ্যচালান রপ্তানিকালে শুল্ক কর্তৃপক্ষ ASYCUDA World System পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রপ্তানি না করার বিষয়টি নিশ্চিত হবেন; (৮) এই অনুমতি কোনভাবেই হস্তান্তরযোগ্য নয়। অনুমোদিত রপ্তানিকারক নিজে রপ্তানি না করে Sub-Contract প্রদান করতে পারবেন না এবং (৯) সরকার প্রয়োজনে যেকোন সময় রপ্তানি অনুমতি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।