ঢাকা   বৃহস্পতিবার
১৮ সেপ্টেম্বর ২০২৫
২ আশ্বিন ১৪৩২, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

দুই হাজার তালবীজ রোপণের উদ্যোগ তাড়াশে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৭, ৭ সেপ্টেম্বর ২০২৫

দুই হাজার তালবীজ রোপণের উদ্যোগ তাড়াশে

বজ্রপাত রোধে সিরাজগঞ্জের তাড়াশে তালবীজ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজার এলাকায় এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

পরিবেশবাদী সংগঠন স্বাধীন জীবনের উদ্যোগে উপজেলার বারুহাস-বিনোদপুর পাকা সড়কের দুই পাশে দুই হাজার তালবীজ রোপণের কর্মসূচি নেওয়া হয়। এ উপলক্ষে বিনোদপুর বাজারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. গোলাম কাইয়ুম, প্রভাষক মো. শফিকুল ইসলাম, তাড়াশ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুস সামাদ প্রমুখ।  

সীমাবাড়ি-বেটখৈর শেখ নূর মোহাম্মদ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মো. আলী হাসান, স্বাধীন জীবনের নির্বাহী পরিচালক মো. আবদুর রাজ্জাক নাছিম, সদস্য তানভীর খান চৌধুরী, জিহাদ হাসান,, মো. সুজন আলী, জান্নাতুল মাওয়া খান চৌধুরী, তাড়াশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ