ঢাকা   বৃহস্পতিবার
১৮ সেপ্টেম্বর ২০২৫
২ আশ্বিন ১৪৩২, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জুলাই সনদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

জাতীয় সংসদ নির্বাচন ঝুলিয়ে রাখলে,পতিত স্বৈরাচার লাভবান হবে: সালাহউদ্দিন আহমেদ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:০৮, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:০৮, ১৭ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় সংসদ নির্বাচন ঝুলিয়ে রাখলে,পতিত স্বৈরাচার লাভবান হবে: সালাহউদ্দিন আহমেদ

জুলাই সনদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঝুলিয়ে রাখলে পতিত স্বৈরাচার লাভবান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে এমনটা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যদি আমরা জুলাই সনদ ঝুলিয়ে রাখি, যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা অনিশ্চিত করি, বাধাগ্রস্ত বা বিলম্বিত করি, তাহলে সেটার বেনিফিশিয়ারি হবে পতিত ফ্যাসিবাদ। কোনো ধরনের অসাংবিধানিক শক্তি এর জন্য লাভবান হবে। আর এর পরিণতি কী হবে, তা জাতি অনেকবার ভোগ করেছে। সেই পরিণতিকে আমরা আবারও আহ্বান জানাতে পারি না।

তিনি বলেন, আমরা আলাপ-আলোচনার মধ্যদিয়ে সামনে এগিয়ে যাওয়া এবং একটি সমাধানের দিকে যাওয়ার আহ্বান জানিয়েছি। আমরা অনেক রক্তদানের মধ্যদিয়ে, অনেক ত্যাগ-তিতিক্ষার মধ্যদিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের যে প্রত্যাশা-আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী একটি রাষ্ট্র বিনির্মাণ করতে চাই।

সর্বশেষ