ঢাকা   রোববার
১৬ নভেম্বর ২০২৫
১ অগ্রাহায়ণ ১৪৩২, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন ঘিরে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫৫, ১৫ নভেম্বর ২০২৫

আপডেট: ১৭:০৮, ১৫ নভেম্বর ২০২৫

নির্বাচন ঘিরে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে ৫ দিন, নির্বাচনের দিন এবং পরে ৩ দিন বিশেষ অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল করা হবে।’ আজ (শনিবার, ১৫ নভেম্বর) পটুয়াখালীতে এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নির্বাচন উপলক্ষে ১ লাখ সেনা সদস্য, ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজার বিজিবি, নৌবাহিনী ৫ হাজার, কোস্ট গার্ড ৪ হাজার, র‍্যাব ৮ হাজার ও আনসার সদস্য থাকবেন সাড়ে ৫ লাখ।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির ১ম দিকে রোজার আগে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন প্রস্তুত রয়েছে। জনগণ, রাজনৈতিক দল নির্বাচনমুখী। তারা প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘পতিত সরকারের শেখ হাসিনাসহ অন্যান্যদের রায় ১৭ নভেম্বর ঘোষণা হবে নিশ্চিত। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সব প্রস্তুতি নিয়েছে। যার যার দায়িত্ব পালন করলে বিশৃঙ্খলা হবে না।’

নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে হবে, এ নিয়ে সন্দেহের কিছু নেই।’

সরকার পরিবর্তনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশে যে সরকার পতন হয়েছে তা কোনো তিনজনের কারণে হয়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই সরকার পতন ঘটেছে। আপনারা দেখেছেন, কীভাবে তারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের আত্মীয়স্বজনরা পালিয়েছে। এটি একজন বা দুজনের কারণে হয়নি, হয়েছে জনগণের ইচ্ছার কারণে।’

মতবিনিময় শেষে তিনি পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করেন। 

সর্বশেষ