ঢাকা   বৃহস্পতিবার
১৪ আগস্ট ২০২৫
২৯ শ্রাবণ ১৪৩২, ১৯ সফর ১৪৪৭

পাঁচদিনে সোনা মসজিদ দিয়ে এল ৯৯৭ মেট্রিক টন পিঁয়াজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৬, ১৫ মে ২০২৪

পাঁচদিনে সোনা মসজিদ দিয়ে এল ৯৯৭ মেট্রিক টন পিঁয়াজ

চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পাঁচদিনে ৯৯৭ মেট্রিক টন পিঁয়াজ এসেছে। মঙ্গলবার বিকালে পানামা পোর্ট লিংকের ম্যানেজার মো. মাইনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ৯ মে থেকে স্থলবন্দর দিয়ে পিঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবারও পাঁচটি ভারতীয় ট্রাকে করে ১০০ মেট্রিক টন পিঁয়াজ বন্দরে এসেছে।

ৎসোনা মসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সোমির ঘোষ বলেন, ৯ মে থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ৯৯৭.৪০ মেট্রিক টন পিঁয়াজ এসেছে। পর্যায় ক্রমে আরও আসবে।

এর আগে ৪ মে থেকে পিঁয়াজ আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সরকার। পরে ৫ মে কৃষি মন্ত্রণালয়ের খামারবাড়িতে ইমপোর্ট পারমিটের (আইপি) জন্য আবেদন করেন ব্যবসায়ীরা।

সর্বশেষ