
রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) পক্ষ থেকে সুন্দরগঞ্জ, মিঠাপুকুর ও পীরগাছার বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাবযুক্ত এসব এলাকা পরিদর্শন করা হয়।
এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের রংপুর বিভাগের মনিটর ডা. বয়েজার রহমান, রংপুর মহানগর ড্যাবের সদস্যসচিব ও জেডআরএফের আজীবন সদস্য ডা. শরীফুল ইসলাম নন্তুসহ জেডআরএফের রংপুর বিভাগের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাবযুক্ত এসব এলাকা পরিদর্শনে সার্বিক দিকনির্দেশনা প্রদানের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জিয়াউর রহমান ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন টিমের আহ্বায়ক ডা. শাহ মুহাম্মদ আমানউল্লাহ ও সদস্যসচিব ডা. পারভেজ রেজা কাকনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
যুক্তরাজ্যের লন্ডনে থেকেও বাংলাদেশের প্রত্যেকটি গ্রামের খোঁজ নিয়ে জেডআরএফকে দিকনির্দেশনা ও যেকোনো দুর্যোগ আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।