ঢাকা   বৃহস্পতিবার
১৮ সেপ্টেম্বর ২০২৫
২ আশ্বিন ১৪৩২, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

মহাসড়কে ১২ লাখ টাকা মূল্যের ১৯টি গরুবাহী ট্রাক ছিনতাই

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২৬, ২৮ আগস্ট ২০২৫

মহাসড়কে ১২ লাখ টাকা মূল্যের ১৯টি গরুবাহী ট্রাক ছিনতাই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গরুবাহী একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রায় ১২ লাখ টাকা মূল্যের ১৯টি গরু ও নগদ দুই লাখ ২০ হাজার টাকা লুট করেছে ছিনতাইকারীরা। গত সোমবার বিকেলে দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের রায়পুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করে গত মঙ্গলবার রাতে থানায় মামলা করেছেন গরুর মালিক মিজানুর রহমান বাবলু।

জানা গেছে, গত সোমবার বিকেলে নড়াইলের ভাঙ্গুড়া বাজার থেকে গরুবাহী একটি ট্রাক (যশোর-ট-১১-৪৩৯৯) কুমিল্লার চৌয়াড়া বাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের রায়পুর এলাকায় পৌঁছালে গাড়ি দিয়ে সড়ক অবরোধ করে ছিনতাইকারীরা। নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ট্রাক থামিয়ে গরুর মালিক, চালক, হেলপারসহ ছয়জনকে একটি মাইক্রোবাস ও প্রাইভেটকারে তুলে নেয়। পরে ভুক্তভোগীদের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাংরা বাজার এলাকায় হাত-পা ও চোখ বেঁধে ফেলে রেখে যায়। এর পর ছিনতাইকারীরা ট্রাক ও গরু নিয়ে ঢাকার দিকে পালিয়ে যায়। কৌশলে বাঁধন খুলে থানায় গিয়ে অভিযোগ করেন গরু ব্যবসায়ীরা।

ছিনতাই হওয়া গরুর মালিকরা হলেন– টাঙ্গাইলের মধুপুর উপজেলার সুরুজ মিয়া ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিজানুর রহমান বাবলু।

দাউদকান্দি থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। ট্রাক ও গরু উদ্ধারে অভিযান চলছে।