
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া ফ্লাইওভারের নিচে রাতের বেলা বসেছে ইলিশ মাছের মেলা। ভাঙ্গাসহ আশপাশের কয়েক উপজেলার হাজার হাজার মানুষ এসেছেন ইলিশ মাছ কিনতে। গতকাল (শুক্রবার, ৩অক্টোবর) এ উপলক্ষে সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত চলে ইলিশ মাছের বেচা-কেনা।
৪ অক্টোবর থেকে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকায়, শেষ দিনে বসে এ ইলিশ মাছের মেলা। ইলিশ মাছ কিনতে পেরে খুশি বলে জানালেন, আব্দুল মান্নান, দিলীপ দাস, রহমান শেখসহ কয়েকজন ।
মেলায় এক মাছ ক্রেতা জানান, মাছ কম কিন্তু ক্রেতা বেশি। তারপরও দাম বাড়ে নাই। দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে।
বাজারের চেয়ে একশো থেকে দুইশো টাকা কম দামে বিক্রি হচ্ছে রুপালী ইলিশ মাছ। এ মেলায় ১ কেজি সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ২০০টাকা দরে। ৫০০ গ্রাম সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকা করে। ২৫০ গ্রাম সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৫৫০ টাকা থেকে ৬০০ টাকায়।
ইলিশ মাছের মেলাকে ঘিরে ভাঙ্গা সহ আশপাশের প্রতিটি গ্রাম থেকে এসেছে হাজার হাজার ক্রেতা ও সাধারণ জনগণ । ইলিশ বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর মাছ কম। দাম আগের মতই।