ঢাকা   মঙ্গলবার
১৪ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২, ২১ রবিউস সানি ১৪৪৭

১৪ কেজি ৫০০ গ্রাম ওজনের ঢাঁই মাছ, বিক্রি ৫৯ হাজার ৪৫০ টাকায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:০১, ১ অক্টোবর ২০২৫

১৪ কেজি ৫০০ গ্রাম ওজনের ঢাঁই মাছ, বিক্রি ৫৯ হাজার ৪৫০ টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় ধরা পড়েছে ১৪ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি ঢাঁই মাছ। গতকাল মঙ্গলবার ভোরে মাছটি ধরা পড়ে জেলে সোনাই হালদারের জালে। পরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে ৫৯ হাজার ৪৫০ টাকায় ঢাঁইটি বিক্রি করেছেন ওই জেলে।

জানা যায়, মানিকগঞ্জের শিবালয় থানার জাফরগঞ্জ এলাকার জেলে সোনাই হালদার।

গতকাল ভোর সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের উজানে মাঝপদ্মায় জাল ফেলেন তিনি ও তাঁর সঙ্গীরা। এ সময় বড় আকারের একটি ঢাঁই মাছ তাঁদের জালে ধরা পড়ে। পরে বিক্রি করতে ওই দিন সকালে মাছটি নিয়ে যান দৌলতদিয়া ঘাট এলাকায় আনু খাঁর আড়তে। সেখানে মেপে দেখা যায়, মাছটির ওজন ১৪ কেজি ৫০০ গ্রাম।

পরে চার হাজার ১০০ টাকা কেজি নিলামদরে চান্দু মোল্লার কাছে ওই ঢাঁইটি বিক্রি করেন জেলে সোনাই।