ঢাকা   শুক্রবার
০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৭

সকালের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৬, ৩ জুলাই ২০২৫

সকালের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

শুক্রবার (৪ জুলাই) সকালের মধ্যে দেশের ৬ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা-ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। একই সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
 
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ