ঢাকা   মঙ্গলবার
২৮ অক্টোবর ২০২৫
১২ কার্তিক ১৪৩২, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

জমি নিয়ে বিরোধের জেরে বিষ প্রয়োগে এক একর জমির ধান নষ্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪০, ২৮ অক্টোবর ২০২৫

জমি নিয়ে বিরোধের জেরে বিষ প্রয়োগে এক একর জমির ধান নষ্ট

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষকের এক একর ১৪ শতক জমির ধান আগাছানাশক ছিটিয়ে নষ্ট করা হয়েছে। গত রোববার রাতের কোনো এক সময়ে সুতানা গ্রামে ফসলের মাঠে এ ঘটনা ঘটে।

কামালপুর ইউনিয়নের সুতানারা গ্রামের মজিবর রহমানের ছেলে ইসমাইল হোসেনের সঙ্গে একই গ্রামের আবদুল মজিদ ও আবদুর রাজ্জাকের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার রাতে ইসমাইলের জমিতে আগাছানাশক ছিটিয়ে ধান নষ্ট করে দেওয়া হয়। খবর পেয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ বিন খালিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনার পর ইসমাইল হোসেন বাদী হয়ে আবদুল মজিদ, আবদুর রাজ্জাকসহ চারজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ অস্বীকার করে আবদুল মজিদ বলেন, জমিতে আমার ভাগও রয়েছে। কিন্তু ইসমাইল একাই ভোগদখল করে খাচ্ছে। এ বিষয়ে আমিও আইনগত ব্যবস্থা নেব।

সর্বশেষ