ঢাকা   বুধবার
২৯ অক্টোবর ২০২৫
১৩ কার্তিক ১৪৩২, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

আইডিয়াল কলেজশিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪১, ২৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:৪২, ২৮ অক্টোবর ২০২৫

আইডিয়াল কলেজশিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর ধানমন্ডি এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা নিয়ে মঙ্গলবার দুপুরে মুখোমুখি অবস্থানে ছিল ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যে পুলিশ এক পক্ষকে সরিয়ে দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এর জেরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীকে মারধর করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় মহড়া দিতে থাকেন। এর মধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে আইডিয়াল কলেজের এক দল শিক্ষার্থী সায়েন্সল্যাবের ম্যারিয়ট কনভেশন হলের গলিতে জড়ো হলে পুলিশ তাদের সরে যেতে বলে। তারা এতে রাজি না হওয়ায় পুলিশ তাদের ধাওয়া দেয়। তখন শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকেন। পরে পুলিশ-শিক্ষার্থী ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা গণস্বাস্থ্য নগর হাসপাতালের পাশের গলিতে ঢুকে ছত্রভঙ্গ হয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার জিসানুল হক সমকালকে বলেন, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা রোববার এক ঘটনায় বিরোধে জড়ায়। সেই ঘটনার জের ধরে আজও তারা মুখোমুখি হয়। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

সর্বশেষ