ঢাকা   বৃহস্পতিবার
৩১ জুলাই ২০২৫
১৫ শ্রাবণ ১৪৩২, ০৪ সফর ১৪৪৭

খুলনার বৃক্ষমেলায় চারদিনে ১০ হাজার ৪২৩টি চারা বিক্রি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৫, ১৩ জুলাই ২০২৫

খুলনার বৃক্ষমেলায় চারদিনে ১০ হাজার ৪২৩টি চারা বিক্রি

খুলনায় শুরু হওয়া ২১দিন ব্যাপী বৃক্ষমেলা জমে উঠতে শুরু করেছে। বিক্রিও বেড়েছে আশাব্যঞ্জকভাবে। মাত্র চারদিনে মেলায় বিভিন্ন প্রজাতির ১০ হাজার ৪২৩টি চারা বিক্রি হয়েছে।

খুলনা সার্কিট হাউজ মাঠের টেনিস গ্রাউন্ডের পাশে ২১ দিনব্যাপী এ বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা চলছে।

বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজক কমিটির তথ্য অনুযায়ী, গত ৭ জুলাই মেলা শুরু হয়। 

তবে, উদ্বোধনের দিন থেকেই শুরু হয় টানা বৃষ্টি ও নিম্নচাপ। ফলে শহরে মানুষের চলাচলও ছিল কম। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে থাকে।

আয়োজক কমিটি জানান, ১১ জুলাই সকাল পর্যন্ত মেলায় বিভিন্ন  প্রজাতির  ১০ হাজার ৪২৩টি চারা বিক্রি হয়েছে। যার মূল্য ১৪ লাখ ৩৬ হাজার ২৬৫ টাকা। মেলায় ৬১টি স্টলে বনজ, ফলজ, ঔষধি, শোভাবর্ধক, ফুলসহ বিভিন্ন ধরনের গাছের চারা বিক্রি করা হচ্ছে।

এদিকে, বৃক্ষপ্রেমিরা মেলায় বেশ ভিড় জমাচ্ছেন। অনেকেই পছন্দের গাছের চারা কিনছেন। মেলায় ফলজ ও শোভাবর্ধনকারী গাছের চারার চাহিদা কিছুটা বেশি। তবে, বনজ ঔষধি গাছের চারাও বেশ বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

স্টল মালিকরা জানান, আবহাওয়া প্রতিকূল থাকলেও এ বছর বৃক্ষমেলার বিক্রি মোটামুটি ভালো। আগামী দিনগুলোতে গাছের চারা বিক্রি বাড়বে বলে তারা আশা করছেন।

সর্বশেষ