ঢাকা   বুধবার
২৩ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ  মধু আহরণ মৌসুমের উদ্বোধন

Argi24

প্রকাশিত: ১০:৫৯, ১১ এপ্রিল ২০২৫

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ  মধু আহরণ মৌসুমের উদ্বোধন

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ মধু আহরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) দুপুরে সুন্দরবন পশ্চিম বন বিভাগ, সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালীনি বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হাছানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মধু আহরণের উদ্বোধন ঘোষণা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সুন্দরবনের মধু একটি ঐতিহ্যবাহী ও বিশ্বমানের প্রাকৃতিক সম্পদ। এ মধুর গুণগতমান বজায় রাখতে মৌয়ালদের সততা ও নিয়ম মেনে আহরণ নিশ্চিত করতে হবে।’

তারা আরো বলেন, ‘সুন্দরবনের মধুকে বিশ্ব দরবারে সেরা মধু হিসেবে তুলে ধরতে হলে এর বিশুদ্ধতা রক্ষা করা জরুরি।’

অনুষ্ঠানে স্থানীয় মৌয়ালরা অংশ নেন। এ সময় তাদের সচেতনতা বৃদ্ধিতে নানা দিকনির্দেশনা প্রদান করা হয়।

চলতি মৌসুমে সাতক্ষীরা রেঞ্জ থেকে ১ লাখ ৫০ হাজার কেজি মধু ও ৪ হাজার কেজি মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বন বিভাগ। যেখান থেকে প্রায় ৩২ লাখ টাকা রাজস্ব আদায় হবে।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে

সর্বশেষ