মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কূটনৈতিক একটি সূত্রে একাত্তর জানতে পেরেছে, মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
সূত্রটি জানিয়েছে, ৭৯তম জাতিসংঘ অধিবেশন শুরুর দিন দুপুরে জাতিসংঘ ভবনে হবে সেই বিরল বৈঠক।
এই বৈঠক ‘নজিরবিহীন’ কেন
জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতা আর বিশ্ব নেতাদের সম্মানে ভোজের আয়োজন ছাড়া মার্কিন প্রেসিডেন্ট নিউইয়র্কে কারও সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন না। অন্তত গত ২০ বছরে এমন নজির নেই। সেই বিবেচনায় ড. ইউনূসের সঙ্গে ‘নজিরবিহীন’ বৈঠক হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের।
এর পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ড. ইউনূস কাল ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে কোনো দেশের শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল। গত তিন দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি।
বাংলাদেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সব সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা হয়েছে, কথা হয়েছে। জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গেও বৈঠক করবেন ড. ইউনূস।
এছাড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন।























