ঢাকা   মঙ্গলবার
১৪ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২, ২১ রবিউস সানি ১৪৪৭

বিপদসীমা ছুঁয়েছে কাপ্তাই হ্রদের পানি, খুলে দেওয়া হলো বাঁধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০১, ৫ আগস্ট ২০২৫

বিপদসীমা ছুঁয়েছে কাপ্তাই হ্রদের পানি, খুলে দেওয়া হলো বাঁধ

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌঁছেছে। ফলে প্লাবন এড়াতে খুলে দেওয়া হয়েছে বাঁধ। বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে পানি ছাড়া হয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সোমবার বিকেল পর্যন্ত হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮ ফুট। পানি বিপদসীমায় পৌঁছায় বাঁধের স্পিলওয়ের ১৬টি গেটের ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ থেকে ৯ হাজার কিউসেক পানি নির্গত হচ্ছে। প্রবাহিত পানি বাঁধ পেরিয়ে কর্ণফুলী নদী হয়ে বঙ্গোপসাগরে মিলছে। বাঁধের পাঁচটি ইউনিট থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বাঁধের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বাঁধ খুলে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। পানি ছাড়ার কারণে নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।