ঢাকা   সোমবার
১০ নভেম্বর ২০২৫
২৫ কার্তিক ১৪৩২, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

কয়েক ঘণ্টার ব্যবধানে কমতে শুরু করেছে তিস্তার পানি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:০১, ৬ অক্টোবর ২০২৫

কয়েক ঘণ্টার ব্যবধানে কমতে শুরু করেছে তিস্তার পানি

কয়েক ঘণ্টার ব্যবধানে কমতে শুরু করেছে তিস্তার পানি। গত রাতে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হলেও এখন তা নিচে নেমেছে।

এর আগে, তিস্তার উজানে ভারতীয় অংশে অতি বৃষ্টির কারণে সৃষ্ট ঢলে রোববার (৫ অক্টোবর) দুপুর থেকেই পানি বাড়তে থাকে।

রোববার দিবাগত রাত ১২টায় তা বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপরে প্রবাহিত। এতে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরে তিস্তা সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। বিশেষ করে লালমনিরহাট এর মহিষখোচা ইউনিয়নের কিছু এলাকা তলিয়ে যায়।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, পানি ক্রমাগত নেমে যাচ্ছে। তবে ভুক্তভোগীদের দাবি, যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের।

সর্বশেষ