দেশে প্রতি বছর প্রায় ৫০০ টন ধান, গমসহ বিভিন্ন খাদ্যশস্য নষ্ট করছে ইঁদুর। এর বাজারমূল্য ৫০০ কোটি টাকারও বেশি। এ ছাড়া প্রতি বছর প্রায় ৫০ হাজার টন গুদামজাত শস্য ইঁদুরের কারণে নষ্ট হচ্ছে।
গতকাল বুধবার জাতীয় ইঁদুর দমন অভিযান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। রাজধানীর তুলা ভবনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল আলম।
ইঁদুর তিনভাবে মানুষের ক্ষতি করেছে জানিয়ে অনুষ্ঠানে বলা হয়, শাকসবজি, দানাজাতীয়, মূল জাতীয়, ফলসহ প্রায় সবকিছুই ক্ষতি করে থাকে ইঁদুর। সংরক্ষিত ফসলেরও শতকরা ২০ ভাগ ক্ষতি করে। তাছাড়া ইঁদুর মুরগির খামারে গর্ত করে, খাবার খেয়ে, ডিম ও ছোট মুরগি খেয়ে প্রতিবছর প্রতিটি খামারের প্রায় ১৮ হাজার টাকার ক্ষতি করে থাকে। এ ছাড়া গবাদি পশু ও পোলট্রিতে অন্তত ৪৫ রোগের বাহক ইঁদুর।
অনুষ্ঠানে জানানো হয়, মাঠের ফসলে গড়ে ৫ থেকে ৭ শতাংশ এবং গুদামজাত শস্য গড়ে ৩ থেকে ৫ শতাংশ ক্ষতি করে ইঁদুর। প্রতি বছর ইঁদুর যে পরিমাণ খাদ্যশস্য নষ্ট করে, তা দিয়ে ৫০ থেকে ৬০ লাখ লোকের এক বছরের খাবার জোগান দেওয়া সম্ভব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ১৯৮৩ সাল থেকে ইঁদুর দমন অভিযান পরিচালনা করে আসছে। ২০২৩ সালে অভিযান চলাকালে প্রায় ১ কোটি ৫৮ লাখ ইঁদুর দমন করা হয়।
অনুষ্ঠানে কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, ইঁদুর নিধনের প্রযুক্তিগুলো সবার দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এগুলোর ব্যবহার নিশ্চিত করতে হবে। সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।























